Site icon Jamuna Television

চলে গেলেন বলিউডের জনপ্রিয় টেলি-অভিনেতা আশিস রায়

চলে গেলেন বলিউডের জনপ্রিয় টেলি-অভিনেতা আশিস রায়

বলিউডে ফের শোকের ছায়া। চলে গেলেন টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়। দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। খবর- আনন্দবাজার পত্রিকা।

জানা যায়, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য অর্থ ছিল না তার কাছে। তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু টাকা না থাকায় তা করা সম্ভব হয়নি। হাসপাতালে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে তাই বাড়ি চলে এসেছিলেন অভিনেতা।

সোমবার মাঝরাতে নিজের বাড়িতেই মারা যান ‘সসুরাল সিমার কা’-র জনপ্রিয় এই তারকা। এর আগে শরীরে পানি জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুম্বাইয়ের জোগেশ্বরী অঞ্চলে থাকতেন আশিস রায়। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান আশিস।

১৯৯৭ সালে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন আশিস। জিনি অউর জুজু, তু মেরে অগল বগল হ্যায়, রিমিক্স, বুড়ে ভি হাম ভালে ভি হাম, বা বহু অওর বেবি’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিস।

Exit mobile version