Site icon Jamuna Television

আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হচ্ছেন সিরাজুল মোস্তফা?

আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হচ্ছেন সিরাজুল মোস্তফা?

কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক করা হচ্ছে। জানা গেছে, তার পরিবর্তে জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হচ্ছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার শপথবাক্য পাঠ করান।

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। তিনি একইসাথে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

নিয়মানুযায়ী কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সেই থেকে ধর্ম মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে ছিল। ৫ মাস পর নতুন প্রতিমন্ত্রী পেলো ধর্ম মন্ত্রণালয়। একইদিনে ধর্ম বিষয়ক সম্পাদকের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিলো দলটি।

Exit mobile version