Site icon Jamuna Television

ফিফা গেমে নিজেদের নাম, ছবি ব্যবহার করায় আপত্তি জানাবে ইব্রা-বেলরা

ফিফা গেমে নিজেদের নাম, ছবি ব্যবহার করায় আপত্তি জানাবে ইব্রা-বেলরা

ইএ স্পোর্টসের জনপ্রিয় ফিফা ভিডিও গেম সিরিজে নিজেদের নাম, ছবি ব্যবহার করার বিষয়ে আপত্তি জানাবে জ্লাতান ইব্রহিমোভিচ, গ্যারেথ বেলের মতো ফুটবলাররা।

গত সোমবার এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচ এবং টটেনহ্যাম হটস্পারের গ্যারেথ বেল জানিয়েছিলেন যে, ইএ স্পোর্টস গেম, ফিফা ২১-এ তাদের নাম এবং মুখের ছবি ব্যবহারের জন্য তদন্তের সময় হয়েছে।

একটি সূত্র দ্যা অ্যাথলেটিকাকে জানিয়েছে যে, শীর্ষ খেলোয়াড়রা ইব্রাহিমোভিচ এবং বেলের নেতৃত্ব ভিডিও গেমটিতে তাদের মতামত বা সম্মতি ছাড়াই তাদের ছবি ব্যবহার করার বিষয়ে আপত্তি জানিয়েছেন।

এখন, ইএ স্পোর্টস কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটিই দেখার বিষয়।

Exit mobile version