Site icon Jamuna Television

অসুস্থ তাসকিন চিকিৎসার জন্য গেলেন অস্ট্রেলিয়ায়

বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমানের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় ছুটে গেছেন তিনি।

অসুস্থতার কারণে গত এক মাস ধরেই শুটিং বন্ধ রেখেছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে তার প্রচণ্ড মাথা ব্যথা ও চোখে সমস্যা দেখা দেয়। পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে অস্ট্রেলিয়া থেকে তাসকিন বলেন, এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রোববার অস্ট্রেলিয়ায় এসেছি।

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। তার অভিনীত আরও দুটি ছবির নাম ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’। এছাড়া, মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।

Exit mobile version