Site icon Jamuna Television

গ্রেটা থুনবার্গের ছদ্মবেশে ট্রুডোকে প্রাঙ্ক ফোনকল

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ছদ্মবেশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন দিলেন দুই রুশ প্র্যাঙ্কস্টার।

সামাজিক যোগযোগ মাধ্যমে এ নিয়ে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে তারা। ট্রুডোকে ফোনে বৈশ্বিক নানা সংকটের কথা বলা হয়। এছাড়া, ধর্ম-বর্ণ বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাত নিরসনে পদক্ষেপ নিতে জানানো হয় আহ্বান।

ট্রুডোর নিরাপত্তাকর্মীদের ভাষ্য, বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে কলটি পৌঁছানো হয়।

ট্রুডো ছাড়াও এমন কৌতুকের শিকার হন, ফরাসি প্রেসিডেন্ট, নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং প্রিন্স হ্যারি।

Exit mobile version