Site icon Jamuna Television

একদিন আকাশে আমরা একসাথে ফুটবল খেলবো: ম্যারাডোনার মৃত্যুতে পেলে

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রে-তে নিজ বাসায়মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ফুটবলের এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন তার সতীর্থ ও চির প্রতিদ্বন্দ্বী আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

ম্যারাডোনার মৃত্যুতে পেলে টুইট করেন, “কী দুঃখের খবর। আমি একটি দুর্দান্ত বন্ধু এবং বিশ্ব একটি কিংবদন্তি হারালো। এখনও অনেক কিছু বলার আছে। তবে আপাতত, ঈশ্বর তার পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি একদিন আমরা একসাথে আকাশে ফুটবল খেলতে পারবো।”

Exit mobile version