Site icon Jamuna Television

তার মত কিংবদন্তি ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়: সাকিব

ফুটবল কিংবদন্তি দিয়াগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেট বিশ্বের শীর্ষ অলরাউন্ডার ও টাইগার তারকা সাকিব আল হাসান।

ম্যারাডোনার মৃত্যুর পর নিজের ফেসবুর পেজে এক পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি।

সাকিব লিখেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে উঠেন।

দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বল্লেই না। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তাঁর মত কিংবদন্তী খেলোয়াড় ছিলো বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো ’

Exit mobile version