কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চির বিদায়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে দেশটিতে।
ক্রীড়াবিশ্বকে স্তব্ধ করে বুধবার রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
ম্যারাডোনার মৃত্যুতে যেন পুরো আর্জেন্টিনাই কাঁদছে। দেশটির প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের শোকবার্তায় তা যেন স্পষ্ট, “আপনি আমাদের পৃথিবীর শীর্ষে নিয়ে গেছেন। আমাদের শুধু আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। আপনি সবসময়ের সেরা। সবকিছুর জন্য ধন্যবাদ দিয়াগো। আমরা আপনাকে সবসময় মিস করব।”
বেশ কিছুদিন ধরেই নানান অসুস্থতায় ভুগছিলেন ফুটবলের জাদুকর ম্যারাডোনা। বুয়েইন্স এইরেস হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। সেরে উঠে অবশ্য বাড়িতে ফিরেছিলেন।
ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বার্সেলোনা, নাপোলি ও সেভিয়ার মতো ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে প্রতিনিধিত্ব করা এ কিংবদন্তি ১৯৮৬ সালের বিশ্বকাপ বলতে গেলে একাই জিতিয়েছেন আর্জেন্টিনাকে।

