Site icon Jamuna Television

শুভ জন্মদিন অর্জুন রামপাল

শুভ জন্মদিন অর্জুন রামপাল

অর্জুন রামপাল একজন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক। বলিউডের এই অভিনেতা ১৯৭২ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন।

অর্জুন রামপাল বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। ২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাভিনয়ে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য রামপাল ফিল্মফেয়ার বেস্ট মেল ডেব্যু এর মনোনয়ন লাভ করেন। তিনি দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, অসম্ভব, ইয়াকিন, ওম শান্তি ওম, রক অন, হাউজফুল, রা ওয়ান প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রক অন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

অর্জুনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- পিয়ার ইশক অর মোহাব্বাত, মোক্ষ, দিওয়ানাপানা, আঁখেঙ, দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, তাহজিব, অসম্ভব, বাঁধা, এলান, ইয়াকিন, এক আজনবী, হামকো তুমসে পিয়ার হ্যায়, ডরনা জরুরী হ্যায়, কাভি আলবিদা না কেহনা, ওম শান্তি ওম, রক অন ইত্যাদি।

অর্জুন রামপাল সাবেক মিস ইন্ডিয়া এবং সুপার মডেল মেহ্র জেসিয়াকে বিয়ে করেন। তাদের দুই কন্যা আছে; মাহিক্কা এবং মাইরা।

Exit mobile version