Site icon Jamuna Television

অবশেষে ট্রাম্পের ক্ষমা পেলেন ফ্লিন

অবশেষে ট্রাম্পের ক্ষমা পেলেন ফ্লিন

যুক্তরাষ্ট্রের দণ্ডপ্রাপ্ত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের বিবৃতিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দিয়েছেন। রাশিয়ার সাথে গোপন আঁতাতের ব্যাপারে, এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন- ২০১৭ সালে এ দোষ স্বীকার করেন ফ্লিন। যদিও পরে স্বীকারোক্তি প্রত্যাহারের চেষ্টা করেন।

ফ্লিন সমর্থকদের দাবি, ওবামা সরকারের অপচেষ্টার বলি হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা। প্রায় ২২ মাস অনুসন্ধানের পর ২০১৯ সালে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনে জিততে ট্রাম্প বা তার কোনো সহযোগীর বিরুদ্ধে রুশ প্রশাসনের সাথে ষড়যন্ত্রমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

Exit mobile version