Site icon Jamuna Television

ম্যারাডোনার সম্মানে বদলে যাচ্ছে সান পাওলো স্টেডিয়ামের নাম

শুধু ফুটবল বিশ্ব না, পুরো বিশ্ববাসীকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন ১৯৮৬ সালের বিশ্বকাপের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা। গতকাল বুধবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই ফুটবলার।

ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। তার চলে যাওয়ার এই ক্ষত কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। তবুও ম্যারাডোনার বিদায়কে সম্মান জানিয়ে ইতোমধ্যে ইতালির সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম ঠিক করা হয়েছে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।

ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের দাবি জানায় ফুটবল ক্লাব এসএসসি নেপোলি। পরে তা স্বীকৃতি পায়। 

Exit mobile version