Site icon Jamuna Television

ট্রাম্পকে ‘কার্টুন’ মনে করতেন ম্যারাডোনা

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। কিন্তু ভিসা আবেদনের সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘অসম্মান’ করে কথা বলায় তখন ম্যারাডোনাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়নি। ট্রাম্পকে ‘কার্টুন’ বলায় ম্যারাডোনা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে জানিয়েছিলেন ম্যারাডোনার আইনজীবী ম্যাটিয়াস মরলা।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে সাবেক স্ত্রীর মামলা মোকাবিলা করতে সেখানে যেতে চেয়েছিলেন ম্যারাডোনা।

ভিসা আবেদনের সাক্ষাৎকারে ম্যারাডোনার কাছে প্রশ্ন ছিল, ‘ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনারা কী ধারণা?’ জবাবে ম্যারাডোনা বলেছিলেন, ট্রাম্পকে তিনি একজন ‘চিরোলিটা’ (কার্টুন) মনে করেন। ‘চিরোলিটা’ আর্জেন্টিনার একটি আঞ্চলিক শব্দ। এটি তুচ্ছার্থে ব্যবহার হয়ে থাকে।

ম্যারাডোনা ছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের প্রকাশ্য সমালোচক। লাতিন আমেরিকার বাম আন্দোলনের একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি। ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হুগো চাভেজের অনুসারী ছিলেন এই কিংবদন্তি।

সূত্র: গোল ডটকম।

Exit mobile version