Site icon Jamuna Television

অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন পেতে চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

যেসব ভ্যাকসিনের তাপমাত্রা মাইনাস ৭০’র কাছাকাছিতে রেখে নিয়ন্ত্রণ করতে হয়, সেগুলো নেয়ার সুযোগ নেই বাংলাদেশের। ফলে ডব্লিএইচও বা গ্যাভি সেসব ভ্যাকসিন সরবরাহ করলেও তা নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সকালে, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সার্জারি বিভাগের উদ্বোধন শেষে তিনি বলেন, অনুন্নত দেশের ২০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন দেয়ার কথা জানিয়েছেন ভ্যাকসিন এল্যায়েন্স-গ্যাভি।

মন্ত্রী জানান, ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই এই ভ্যাকসিন নিতে পারবে বাংলাদেশ। এরইমধ্যে ৩ কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি হয়েছে। যার অর্ধেক টাকা এরইমধ্যে ছাড় দেয়া হয়েছে।

করোনার কারণে স্বাস্থ্য বিভাগের সকল আটকে থাকা পরীক্ষা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version