Site icon Jamuna Television

‘নিরাপদ খাবার পানি পায় না দেশের অর্ধেক মানুষ’

এখনও দেশের অর্ধেক মানুষ নিরাপদ খাবার পানি পায় না। তাই বিশুদ্ধ পানির সরবরাহের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। রাজধানীতে বেসরকারি সংস্থা ডরপ এবং ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-ডিজেএফবি যৌথ অনলাইন সভায় এসব কথা জানান বক্তারা।

আগামী ২ ডিসেম্বর পানি, স্যানিটেশন ও হাইজিন খাত সমতাভিত্তিক বাজেট বরাদ্দের বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে স্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল। সেই সম্মেলনের প্রাক বৈঠক হিসেবে অনুষ্ঠিত হয় এ জুম সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু পানি সরবরাহ বাড়ালেই চলবে না, তা বিশুদ্ধ কিনা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের প্রয়োজনীয় টাকা আছে। এজন্য নির্দিষ্ট লক্ষ্যে বরাদ্দের কথাও জানান পরিকল্পনা মন্ত্রী।

সরকারি তথ্য তুলে ধরে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, এখনও দেশের ৪৮ ভাগ মানুষ সুপেয় খাবার পানি পায়। ৮০ ভাগ স্কুলে খাবার পানির ব্যবস্থা রয়েছে।

Exit mobile version