Site icon Jamuna Television

বিরোধী ব্লকের মুসলিম দেশের জন্য ভিসা স্থগিত করলো আমিরাত

আন্তর্জাতিক অঙ্গনে সৌদি-আমিরাত জোট বিরোধী মুসলিম দেশের নাগরিকদের নতুনভাবে ভ্রমণ এবং চাকরির ভিসা দেয়া স্থগিত করলো সংযুক্ত আরব আমিরাত।

বুধবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের প্রতিবেদনে জানানো হয় তথ্যটি। তাতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্তটি বহাল থাকবে। ১৮ নভেম্বর থেকে এটি বাস্তবায়িত হয়েছে।

ঠিক কি কারণে, এ ধরণের সিদ্ধান্ত নিলো দুবাই- তা এখনো অস্পষ্ট। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট গতিবিধিই বড় ইস্যু।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান। এছাড়াও রয়েছে ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, কেনিয়া, লেবানন, সোমালিয়া, তিউনিশিয়া ও ইয়েমেন।

Exit mobile version