Site icon Jamuna Television

তিন ইরানি বন্দির বিনিময়ে মুক্তি পেলেন কাইলি মুর গিলবার্ট

তিন ইরানি বন্দির বিনিময়ে মুক্তি পেলেন ব্রিটিশ-অস্ট্রেলীয় শিক্ষাবিদ কাইলি মুর গিলবার্ট। বুধবার, এক বিবৃতিতে কারাজীবনকে দীর্ঘ ও ভয়ঙ্কর হিসেবে আখ্যা দেন তিনি।

অবশ্য, দ্রুততম সময়ে তাকে মুক্তি দেয়ার জন্য ইরানি সরকার ও দেশটির বাসিন্দাদের ধন্যবাদ জানান কাইলি। ৩৩ বছরের এই শিক্ষাবিদ দু’বছর যাবৎ কারাভোগ করছিলেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

২০১৮ সালে শিক্ষা বিষয়ক সম্মেলনে যোগদানের জন্য তেহরানে যান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। এরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন তিনি।

তবে তার মুক্তির বিনিময়ে মুক্তি পাওয়া তিন ইরানি সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Exit mobile version