Site icon Jamuna Television

কাশ্মিরে বিদ্রোহীদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর টহল দলের উপর বিদ্রোহীদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সেনাবাহিনীর টহল দলের উপর বিদ্রোহীরা হামলা চালালে দুই সেনা সদস্য মারাত্মক আহত হয়, পরবর্তীতে তারা মৃত্যুবরণ করে। আক্রমণকারীরা একটি গাড়িতে অস্ত্রসজ্জিত হয়ে এসে এ হামলা চালায়। আক্রমণকারীদের মধ্যে একজন পাকিস্তানি ও দুইজন স্থানীয় বলে ধারণা করছে পুলিশ।

এঘটনার পরই ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version