Site icon Jamuna Television

ঝিনাইদহে ২৭ শহীদের স্বরণে ‘কামান্না দিবস’ পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:

আজ ২৬ নভেম্বর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না দিবস। ৭১’র এই দিনে কামান্না গ্রামে পাক বাহিনী ও রাজাকাররা ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে।

অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক হওয়ায় মুক্তিযোদ্ধারা কামান্না গ্রামের মাধব ভুঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে পড়লে ভোররাতে বাড়িটিকে ঘিরে ফেলে পাকসেনা ও রাজাকাররা। গুলিতে একে একে শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। তাদের গুলিতে নিহত হয় আরও ২ জন।

দিবসটি উপলক্ষে শহীদদের মাজার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও ২৭ শহীদ স্মৃতি সংঘের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাগণ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Exit mobile version