Site icon Jamuna Television

স্পেনে নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ৮ অভিবাসনপ্রার্থী

স্পেনের ক্যানারি দ্বীপের কাছে নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ৮ অভিবাসনপ্রার্থী। বুধবার, আরও ২৮ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

উদ্ধারকর্মীরা জানান, বড় পাথরের সাথে ধাক্কা লাগার পর নৌকাটি ঘোরানোর চেষ্টা করছিলেন নাবিক। তাতেই দুর্ঘটনার মুখোমুখি হন আরোহীরা।

মাদ্রিদ প্রশাসনের দাবি, ২৪ ঘণ্টায় একই অঞ্চলে ১৭টি অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা পড়ে দুর্ঘটনায়। সেগুলো থেকে সাড়ে ৪শ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রায় সবাই উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফ্রিকা এবং সাব-সাহারান দেশগুলোর বাসিন্দা। চলতি বছর এই পথে ইউরোপে প্রবেশ করেছেন ২০ হাজারের মতো মানুষ।

Exit mobile version