Site icon Jamuna Television

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন খাজা মিয়া

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া।

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খাজা মিয়া।

বৃহস্পতিবার তাকে সচিব পদে পদোন্নতির নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর থেকে অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যাচ্ছেন।

উল্লেখ্য, কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটা সচিব হন। কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এ জন্য ২৯ নভেম্বর সকালে থেকে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করে বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করা হয়েছে।

Exit mobile version