Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনা কমাতে অভিনব ক্যামেরা আনলো নেদারল্যান্ডস

সড়ক দুর্ঘটনা কমাতে অভিনব ক্যামেরা পদ্ধতির সহযোগিতা নিলো নেদারল্যান্ডস সরকার। বুধবার থেকে চালু হলো নতুন এ নীতিমালা।

স্পর্শকাতর মহাসড়কগুলো সংলগ্ন ব্রিজের ওপর বসানো থাকবে বেশ কয়েকটি ক্যামেরা। যার মাধ্যমে, ব্যস্ত গাড়ি চলাচলের ওপর নজর রাখবে ট্র্যাফিক কন্ট্রোল রুম। গাড়ি চালানো অবস্থায় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে, সেখানেই তাকে ২৪০ ইউরো জরিমানা করা হবে। প্রশাসনের দাবি, ইনফ্রারেড এই ক্যামেরার মাধ্যমে চালক, মোবাইল ফোন এবং গাড়ির নম্বর প্লেটের ছবি রেকর্ড রাখা সম্ভব।

ডাচ প্রশাসনের বিশ্বাস, প্রত্যেক ৩টি সড়ক দুর্ঘটনার একটির পেছনে রয়েছে মোবাইল ফোন। স্ক্রিনের দিকে নজর থাকায়, উল্টো দিক থেকে আসা গাড়ি অথবা বৈদ্যুতিক থাম লক্ষ্য করেন না চালক। যারফলে ঘটে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা।

Exit mobile version