Site icon Jamuna Television

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইসরায়েলি প্রধানমন্ত্রী ও আমিরাতের যুবরাজ

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন আরব আমিরাতের যুবরাজ ও দেশটির সশস্ত্র বাহিনীর উপ-সর্বাধিনায়ক শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস’র।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করায় তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে জানায় খালিজ টাইমস।

মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানা যায় যে, ১৯৯৮ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও উত্তর আয়ারল্যান্ডের সাবেক মূখ্যমন্ত্রী লর্ড ডেভিড ট্রিম্বল পরবর্তী শান্তি পুরস্কারের জন্য নেতানিয়াহু ও মোহাম্মদ বিন যায়েদের নাম প্রস্তাব করেন।

মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আগামী বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল শান্তি পুরস্কার প্রদান কমিটি।

Exit mobile version