Site icon Jamuna Television

ভুটানের সীমান্তের মধ্যেই উন্নত গ্রাম করে ফেললো চীন

ছবি: ইন্টারনেট।

ভুটানের ভেতরে চীন একটি অত্যাধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে এবং চীনা নাগরিকরা সেখানে স্থায়ীভাবে বাস করছেন। আন্তর্জাতিক সীমানার অন্তত আড়াই কিলোমিটার ভেতরে এই গ্রাম বানিয়েছে চীন।

চীনের সরকারি গণমাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক ওই গ্রামের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করার পর থেকেই এ নিয়ে জল্পনার শুরু হয়। যদিও তিনি পরে সেই টুইট মুছে দিয়েছেন। খবর বিবিসির।

এদিকে ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাবি করেছেন, তাদের দেশের ভেতরে চীনের কোনও গ্রাম নেই। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও অনেকেই বলছেন যে গ্রামটির ছবি দেখা গেছে সেটি আসলে ভুটানেই।

শেন শিওয়েই চীনের সরকারি সংবাদমাধ্যম সিজিটিএনের সিনিয়র একজন সাংবাদিক। তার একটি টুইট থেকেই এই গোটা কাহিনির সূত্রপাত।

নিজের টুইটার হ্যান্ডেলে ওই সাংবাদিক একটি আধুনিক পার্বত্য গ্রামের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘নবনির্মিত প্যাংডা গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা থাকছেন।’ সঙ্গে তিনি গ্রামের লোকেশনের একটি মানচিত্রও সংযুক্ত করে দেন, যা থেকে বোঝা যায় ইয়াডং কাউন্টি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে যে উপত্যকা, এই গ্রামটি সেখানেই।

Exit mobile version