Site icon Jamuna Television

বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় চিরনিদ্রায় শায়িত হলেন ম্যারাডোনা

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় চিরনিদ্রায় শায়িত হলেন ফুটবল ঈশ্বর দিয়াগো আরমান্দো ম্যারাডোনা।

পরিবারের শেষ ইচ্ছা অনুসারেই, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সমাহিত করা হয়। অন্ত্যিষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। এর আগে, প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফুটবলের এই যাদুকর’কে শেষ শ্রদ্ধা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ১০ নম্বর জার্সি আর জাতীয় পতাকায় মুড়ে দেয়া হয় কফিন।

এসময়, রাষ্ট্রীয় ভবনের বাইরে সমর্থকদের উন্মাদনা সামলাতে হিমশিম খেয়ে যায় নিরাপত্তা বাহিনী। শেষ যাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। কড়া প্রহরা আর রাষ্ট্রীয় মর্যাদায় শব-বহরের পিছু নেন অনেকে। পথের দুধারে-ই ছিলো উপচে পড়া ভিড়।

Exit mobile version