Site icon Jamuna Television

আজ শহীদ ডা. মিলন দিবস

আজ শহীদ ডা. মিলন দিবস। তার ৩০তম শাহাদাত বার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন সামরিক সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকায় শহীদ হন ডা. মিলন। তাকে ঢাকা মেডিকেল চত্বরে সমাহিত করা হয়।

ডা.মিলনের শাহাদাতের ফলে সেসময় সামরিক সরকার বিরোধী আন্দোলন গণআন্দোলনে রুপ নেয়। তারপর কিছুদিনের তৎকালীন স্বৈরশাসক লে. জে. হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

ডা. শামসুল আলম খান মিলন ১৯৭৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে (কে-৩৪)। ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রী লাভ করে ডাক্তারী পেশায় যোগ দেন।

ডা. মিলনের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনগুলো আয়োজন করে নানা আলোচনা সভা ও সেমিনারের। এছাড়াও তার সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ডা. মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Exit mobile version