Site icon Jamuna Television

গোয়া থেকে উড্ডয়নের পর ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ ১ পাইলট

ভারতের গোয়ায় ভারতীয় নৌবাহিনী জাহাজ হানসার ঘাটি থেকে উড্ডয়নের পর ভারতীয় নৌ বাহিনীর একটি মিগ-২৯কে প্রশিক্ষণ যুদ্ধবিমান আরব সাগরে বিধ্বস্ত হয়। খবর হিন্দুস্তান টাইসম’র।

বৃহস্পতিবার বিকেল ৫টায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে শুক্রবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করে দেশটির নৌবাহিনী।

এসময় বিমানটির দুই পাইলটের একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন বিমানের অপর পাইলট। তার সন্ধানে স্থল ও সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী।

এছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যায়।

Exit mobile version