Site icon Jamuna Television

স্মিথ ঝড়ে লণ্ডভণ্ড ভারতের বোলিং লাইনআপ

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিঞ্চ ও স্মিথের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৪ রান। জবাবে ব্যাট করছে ভারত। ম্যাচ জিততে হলে ভারতকে টপকাতে হবে ৩৭৫ রানের পাহাড়সম টার্গেট।

এর আগে, সিডনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে ডেভিট ওয়ার্নার ও ফিঞ্চ। ওয়ার্নার ৬৯ রানে ফিরে গেলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেক ওপেনার ফিঞ্চ।

১২৪ বলে ১১৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এর পরেই ঝড় তোলেন স্টিভেন স্মিথ। ভারতীয় বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন এই অজি ব্যাটার।

মাত্র ৬৬ বলে ১০৫ রানের যে ইনিংস খেলেছেন সেখানে রয়েছে ১১ টি চার ও ৪ টি ছক্কার মার। দলের পক্ষে ম্যাক্সওয়েল করেছেন ৪৫ রান। প্রথম ইনিংসে ভারতের একমাত্র সাফল্য মোহাম্মাদ সামির তিন উইকেট।

Exit mobile version