Site icon Jamuna Television

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। বৃহস্পতিবার আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

৮৪ বছর বয়সী এই রাজনীতিবিদ গেলো তিন সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেয়া হয় আরব আমিরাতে।

এ নেতার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাজনীতিবিদরা। তার দেশটির রাজনৈতিক দল উম্মা পার্টি জানায়, স্থানীয় সময় শুক্রবার তার মরদেহ দাফন করা হবে।

সাদিক আল মাহদি সুনাদের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৬৬ থেকে ১৯৬৭ সাল এবং ১৯৮৬ থেকে ৮৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

Exit mobile version