Site icon Jamuna Television

ভ্যাকসিন আসা মাত্রই জনগণ পাবে, সব প্রস্তুতি সম্পূর্ণ: কাদের

পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না: কাদের

ফাইল ছবি।

আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন ওবায়দুল কাদের।

বৈশ্বিক মহামারী সত্ত্বেও বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে অশুভ মহল মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবেলা আরও সহজ হতো বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version