Site icon Jamuna Television

ব্রিজের নিচে ভাসমান লাশ,শরীর ও মাথায় আঘাতের চিহ্ন

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নগদ সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগে তদন্ত

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধা সদর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বাদিয়াখালী-তালুকজামিরা সড়কের চকবরুল (শৌলতারী) এলাকার ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে, ভাসমানের লাশের খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় করেন। তবে লাশ দেখার পর কেউ তাকে চিনতে পারেনি।

লুঙ্গি ও শার্ট পরিহিত যুবকের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ব্রিজের নিচে লাশ ফেলা গেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান জানান, সকালে ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্তের জন্য গাইবান্ধা জেলাসহ বিভিন্ন থানায় খবর দেয়া হয়েছে।

ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Exit mobile version