Site icon Jamuna Television

করোনার মধ্যেই ব্যাংক প্রফেশনালসদের ঐচ্ছিক পরীক্ষা নিলো ইনস্টিটিউট অব ব্যাংকার্স

করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেই ব্যাংক প্রফেশনালসদের ঐচ্ছিক পরীক্ষা নিলো ইনস্টিটিউট অব ব্যাংকার্স। ঢাকার ৪টি কেন্দ্রসহ সারাদেশে মোট ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হয়।

যদিও করোনার মধ্যে পরীক্ষার আয়োজন করায় অসন্তষ্টি জানিয়েছেন নিবন্ধিত পরীক্ষার্থীরা। তারা বলছেন, প্রফেশনালস পরীক্ষা একটি ঐচ্ছিক পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যে এ ধরণের পরীক্ষার আয়োজন অনেক ঝুঁকিপূর্ণ।

ইনস্টিউট অব ব্যাংকার্স জানিয়েছে, এবারের পরীক্ষায় মোট ৪১ হাজার কর্মকর্তা নিবন্ধন করেছিলেন।

Exit mobile version