Site icon Jamuna Television

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম

নিত্যপণ্যের বাজার সপ্তাহের ব্যবধানে আরো কিছুটা চড়েছে। ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৭ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের জন্য গুণতে হবে ৪০ থেকে ৪৫ টাকা।

চিনির দামও কেজিতে ৩ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। রেকর্ড দরে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন আলু। একই অবস্থা দেশি টমেটোর। ১২০ থেকে ১৪০ টাকা। বেগুন, গাজর, মুলা ও বরবটির কেজি, মানভেদে ৫০ থেকে ৬০ টাকা। মাঝারি আকারের একটি ফুলকপির দাম ৩০ থেকে ৪০ টাকা। শিমের দাম কমেছে অর্ধেক। প্রতি কেজি মিলছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যেই।

এদিকে এখনোও স্বস্তি ফেরেনি কাঁচামরিচে। এক কেজির জন্য গুণতে হবে ১২০ টাকা। দেশি পেঁয়াজের দাম এখনো প্রতি কেজি ৭০ টাকার আশপাশে।

Exit mobile version