Site icon Jamuna Television

শরীরের সঙ্গে যুদ্ধ করেছেন মোনালি! (ভিডিও)

শরীরের সঙ্গে যুদ্ধ করেছেন মোনালি!

ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর। বলিউড-টলিউডের এই মুহূর্তের প্রথম সারির গায়িকা তিনি। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন মোনালি। এমনটাই জানা গেছে তার ইনস্টাগ্রাম সূত্রে।

নিজের ইনস্টাগ্রামে জিমের একটি ভিডিও পোস্ট করেছেন মোনালি। ওয়েট লিফটিং করতে দেখা গেছে তাকে। ক্যাপশনে এ গায়িকা লিখেছেন, স্বাস্থ্য এবং শক্তিবৃদ্ধি, কোনো অজুহাত ছাড়াই। অবশেষে নিজের স্বাস্থ্য এবং শক্তি ফিরে পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার শরীরের পরিবর্তন শুরু হয়েছে, ধীরে হলেও শরীর আমার কথা শুনছে। দুই বছর কোনো ওয়ার্ক আউট নেই এবং যুদ্ধ চলেছে শরীরের সঙ্গে। অবশেষে আশার আলো।

মোনালির পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

মোনালির এই পোস্টে লাইক, কমেন্টেসের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা মোনালির ওয়ার্ক আউটকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, কয়েক মাস আগে বাবাকে হারিয়েছেন গায়িকা। বাবার মৃত্যুর খবর শুনে সুইজারল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। সেসময় কঠিন সময় পার করেছিলেন মোনালি ঠাকুর। স্ট্রেস কমিয়ে নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরাচ্ছেন মোনালি। মাঝেমধ্যে সালসা নাচতেও দেখা গিয়েছিল তাকে।

Exit mobile version