Site icon Jamuna Television

সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা (ভিডিও)

সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা

মন্ত্র পড়ে নয়, বরং সই-সাবুদ করে আইনি বিয়ে সেরেছেন অনির্বাণ ভট্টাচার্য ও তার দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। বৃহস্পতিবার রাতে সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল এই জুটির বিয়ের আসর। একদম ঘরোয়া আয়োজনে, করোনাবিধি মেনে চারহাত এক হল অনিবার্ণ-মধুরিমার। খবর- এইসময়।

বিয়েতে পুরোহিত ছিলেন না বটে, তবে সিঁদুরদান, মালাবদলের মতো রীতি মানলেন অনিবার্ণ-মধুরিমা। বিয়ের দিন লাল শাড়িতে সেজেছিলেন মধুরিমা, তবে ট্র্যাডিশন্যাল বেনারসি নয়। সঙ্গে বোট নেট ব্লাউজ। পরেছিলেন ছিমছাম সোনার গহনা। অনিবার্ণও স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখেই লাল পাঞ্জাবিতে সেজেছিলেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা ছিল কমবেশি ১০০ জন। মিডিয়ার প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য। আজ বিয়ের ভেন্যুতেই বসছে অনিবার্ণ-মধুরিমার রিসেপশন। হাজির থাকার কথা অনিবার্ণের ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের।

অনিবার্ণ-মধুরিমার মালাবদলের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version