Site icon Jamuna Television

ক্ষমা চাইলেন কারণ জোহর!

ক্ষমা চাইলেন কারণ জোহর!

‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজকে ঘিরে বাকযুদ্ধ শুরু হয়েছিল কারণ জোহর ও মধুর ভান্ডারকরের মধ্যে। মধুরের অভিযোগ, কারণ তার শোয়ের নাম চুরি করেছেন। যা অনৈতিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল কারণ জোহরকে। খবর- এইসময়।

শেষ পর্যন্ত, নিজের ভুল স্বীকার করেছেন কারণ। ক্ষমাও চেয়েছেন মধুর ভান্ডারকরের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছেন বলিউডের এ প্রযোজক-পরিচালক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবৃতিতে কারণ জানান, বিষয়গতভাবে প্রজেক্ট দুটি আলাদা। নামের কারণে মধুর ভান্ডারকর আপত্তি জানাবেন সেটা ভাবতে পারেননি কারণ। তার আশা, ভবিষ্যতের কথা ভেবে এই বিতর্ক দূরে সরিয়ে রেখে নতুন কাজে মন দেবেন।

নেটফ্লিক্সের নতুন এ সিরিজে বলিউডের তারকা পত্নীদের জীবনযাপনের গল্প তুলে ধরা হবে। এরই মধ্যে কয়েকটি পর্বের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। তাতে অংশ নিয়েছেন সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ খান, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি।

ওদিকে, ‘বলিউউ ওয়াইভস’ নামের একটি শো করছেন মধুর ভান্ডারকর।

Exit mobile version