Site icon Jamuna Television

আফগান যুদ্ধে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় অস্ট্রেলিয়ার ১৩ সেনা চাকরিচ্যুত

আফগান যুদ্ধের সময় ৩৯ জনকে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বিশেষ বাহিনীর ১৩ সেনাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

এতে বলা হয়, চার বছরের তদন্ত শেষে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের দেওয়া প্রতিবেদনে ১৯ অস্ট্রেলীয় সেনার বিরুদ্ধে আফগানিস্তানে বন্দি, কৃষক ও বেসামরিক নাগরিকসহ ৩৯ জনকে হত্যার প্রমাণ পাওয়া যায়।

সেনাদের পরিচয় প্রকাশ না করা হলেও বর্তমান ও সাবেক ১৯ সেনার বিরুদ্ধে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়।

এছাড়া, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের তদন্ত প্রতিবেদন বলছে, কমপক্ষে ২৩টি ঘটনায় অস্ট্রেলীয় বাহিনীর ২৫ সেনা সরাসরি বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিলো।

ইউএইচ/

Exit mobile version