Site icon Jamuna Television

টাইগ্রেতে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী

টাইগ্রে অঞ্চলের প্রাদেশিক রাজধানী মেকেলেতে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ (TPLF) কে আত্মসমর্পণের জন্য বেধে দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরই শুরু হয় অভিযান।

ট্যাংক ও ভারি অস্ত্র নিয়ে মেকেলের আশপাশে অবস্থান নিয়েছে সেনারা। সংঘাতের মধ্যে, প্রতিদিনই বাড়িঘর ছেড়ে প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।

সীমান্তে খাদ্য সহায়তার পাশাপাশি চালু করা হয়েছে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। টাইগ্রেতে চলমান নির্যাতন সহিংসতাকে অকল্পনীয় হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, বেসামরিক নাগরিকরা।

ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের প্রধান ডেনিয়েল বেকেলে বলেন, এক কথায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। আমাদের ভাই-বোনদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা অকল্পনীয়। প্রতিনিয়ত হামলা চলছে নিরীহ মানুষের ওপর।

ইউএইচ/

Exit mobile version