Site icon Jamuna Television

অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ সন্ত্রাসীদের গুপ্তহামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, হামলায় তার নিরাপত্তায় থাকা কর্মীরাও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

একটি অসমর্থিত ছবির বরাতে মিডলইস্ট মনিটর বলছে, ইরানি বিজ্ঞানীর ব্যবহৃত কালো গাড়ির গ্লাস ছিদ্র করে বুলেট ভেতরে প্রবেশ করেছে। সড়কেও ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে।

নিরাপত্তা কর্মীদের বরাতে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে গুলি করে পরে গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

ইউএইচ/

Exit mobile version