Site icon Jamuna Television

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, দুর্ভোগে সাধারণ মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:

ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা কুড়িগ্রামে। গত দু’সপ্তাহ ধরে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।

কুয়াশার দেখা না মিললেও উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে জেলায়। এই ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসীসহ খেটে খাওয়া মানুষজন।

শুক্রবার সারাদিন সূর্যের দেখা না মেলায় রাস্তা-পথে মানুষের আনাগোনা খুবই কম ছিল। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীত-জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। একইসাথে শীতের তীব্রতা নিয়ে নানা সমস্যার কথাও জানায় সাধারণ মানুষ।

Exit mobile version