Site icon Jamuna Television

ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটায় স্মৃতিকেন্দ্র হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈত্রিক ভিটায় স্মৃতিকেন্দ্র হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি জানান, সরকার বাড়িটি সংরক্ষণ করে প্রথমে স্মৃতিকেন্দ্র ও পরে জাদুঘর নির্মাণের পরিকল্পনা করছে।

১৯৮৯ সালে ঋত্বিক ঘটকের বাড়িটি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নেয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা কিছু অংশ ভেঙে নতুন স্থাপনাও নির্মাণ করে। তবে, চলচ্চিত্রপ্রেমীরা প্রতিবাদ জানালে সম্প্রতি কাজ বন্ধ করে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version