Site icon Jamuna Television

ধর্ষণের অপরাধে ইন্দোনেশিয়ায় তরুণকে প্রকাশ্যে ১৪৬ চাবুকের ঘা

এক শিশুকে ধর্ষণের অপরাধে ইন্দোনেশিয়ায় তরুণকে প্রকাশ্যে ১৪৬ বার চাবুকের ঘা দেওয়া হয়েছে। খবর মেইল অনলাইনের।

খবরে বলা হয়, ইসলামিক আইনের লঙ্ঘন করলে ইন্দোনেশিয়ায় চাবুকের ঘা লাগানোর সাজা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুকের ঘা দেয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেয়া হয়।

গত বছর এক নাবালিকাকে ধর্ষণ কররা অভিযোগ ছিল ১৯ বছরের ওই তরুণের বিরুদ্ধে। এ জন্য তাকে সবার সামনে ১৪৬ বার চাবুকের শাস্তি দেওয়া হয়েছিল।চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই সেই ধর্ষক মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেখানে একজন ডাক্তারকে রাখা হয়েছিল। তিনি সেই ধর্ষককে পরে সুস্থ করে তোলেন।

ইউএইচ/

Exit mobile version