Site icon Jamuna Television

করোনা সংক্রমণ রোধে ডেনমার্কে মেরে ফেলা হচ্ছে শত শত খামারের মিঙ্ক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ডেনমার্কে মেরে ফেলা হচ্ছে শত শত খামারের মিঙ্ক। সেই খামার দেখতে গিয়ে কাঁদলেন দেশটির প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন।

প্রজন্মের পর প্রজন্ম মিঙ্ক উৎপাদন করা খামারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, মিঙ্কের মাধ্যমে অনেকের মাঝেই করোনা ছড়াচ্ছে। তাই ১ কোটি ৭০ লাখ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। তবে ক্ষতিগ্রস্থ খামারীদের সহায়তা দেয়ার পাশাপাশি অন্যান্য খাতে কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশটির বিরোধীরা বলছেন, প্রাণিগুলো মেরে ফেলার আগেই খামারিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিৎ ছিলো সরকারের। তথ্য বলছে দেশটি ১১শ’র বেশি মিঙ্কের খামার রয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন বলেন, বিশ্বের সবচে সেরা মিঙ্ক উৎপাদক আমরা। আমাদের দুটি প্রজন্ম এই খাতে দক্ষ হয়ে উঠেছিলো। খুব দ্রুত সময়ে তাদের স্বপ্ন ভেঙে গেলো। যা আমার কাছেও খুবই বেদনা দায়ক। আশা করছি অন্যান্য খাতে কাজে লাগানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেয়া হবে খামারিদের।

Exit mobile version