Site icon Jamuna Television

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জনি বেয়ারস্টোর দুর্দান্ত ফিফটিতে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৮০ রানের টার্গেট ৪ বল আর ৫ উইকেট হাতে রেখে ছুয়ে ফেলে ইংল্যান্ড্।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টেম্বা বাভুমাকে হারায দক্ষিণ আফ্রিকা। কিন্ত অধিনায়ক ডি কককে সাথে নিয়ে দলের ইংনিস বড় করা ভিত গড়ে দেন ডু প্লেসিস। ডি ককের ৩০, ডু প্লেসিসের ৫৮, ডুসানের ৩৭ রানের ইনিংস গুলো কল্যাণে ৬ উইকেট ১৭৯ রানের বড় স্কোর পায় স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে জেসন রয় শূন্য, বাটলার ৭ ও মালান ১৯ রান করে ফিরলে ৩৪ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। এমন অবস্থায় চান নম্বরে নেমে দলের হাল ধরেন জনি বেয়ারস্টো। ৪৮ বলে ৯টি চার আর চারটি ছক্কা হাকিয়ে ৮৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। মাঝাড়ি ইনিংসে তাকে সঙ্গ দিয়েছেন স্টোকস ও মরগান।

Exit mobile version