Site icon Jamuna Television

রোনালদো কি পারবে বেনেভেন্তোরকে সামলাতে?

ইতালিয়ান ফুটবল লিগে সময় রাত ১১ টায় লিগ টেবিলের ১৪ নম্বরে থাকা বেনেভেন্তরের বিপক্ষে মাঠে নামবে য়্যুভেন্টাস। এই ম্যাচে জয় পেলেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে ক্রিস্টিয়ানো রোনালদের দল।

যদিও প্রতিপক্ষ বেশ দুর্বল, তারপরও মাঠে কোন ছাড় দিত নারাজ য়্যুভেন্টাস। এই ম্যাচে দলের চার ডিফেন্ডার বনুচ্চি, ডেমিরাল, জর্জো কিল্লিনিররা ইনজুরিতে থাকার ফলে শক্তির কিছুটা কমতি রয়েছে য়্যুভেন্টাসে।

তবে, ডি লিখটের সাথে মেকশিফট সেন্টার ব্যাক হিসেবে এই ম্যাচে মাঠে নামবেন ড্যানিলো। রক্ষণের এই কমতি কিছুটা হলেও পুষিয়ে দিতে পারেন ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো।

Exit mobile version