Site icon Jamuna Television

রাজধানীতে বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর দারুস সালাম এলাকা হতে বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০ গ্রাম বিস্ফোরক জাতীয় দ্রব্য ও ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য পটুয়াখালীর আউয়াল হোসেন এবং কিশোরগঞ্জের সোলাইমান মিয়া।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে রাজধানীর ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো। এছাড়াও নাশকতামূলক কর্মকান্ডের জন্য তারা বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলো বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

Exit mobile version