Site icon Jamuna Television

প্রতিবন্ধী হওয়ার কারণে ১৫ দিনের শিশুকে হত্যা, বাবা-মা আটক

সাতক্ষীরা জেলা-যুগান্তর

সাতক্ষীরায় বাবা-মায়ের পাশ থেকে নিখোঁজ ১৫ দিন বয়সী শিশুর মরদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির বাবা সোহাগ ও মা ফাতেমাকে আটক করেছে পুলিশ। চলছে মামলার প্রক্রিয়া।

পুলিশ জানায়, গতকাল রাতে সাতক্ষীরা সদরে শিশুটির নানাবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। গেল বৃহস্পতিবার হাওয়ালখালী গ্রামে নানার বাড়িতে গিয়ে ঘর থেকে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুজির পরও মেলেনি হদিস। পরে অসংলগ্ন কথাবার্তা শুনে শিশুর বাবা ও মাকে ধরে নিয়ে যায়। তারা জিজ্ঞাসাবাদে সন্তানকে হত্যার কথা স্বীকারও করে।

তারা জানায়, হত্যার পর তারা মরদেহটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। শিশুটি হার্ট ও কিডনীর সমস্যা নিয়ে জন্ম নেয়ায় বাবা-মা পরিকল্পিতভাবে হত্যা করে বলে জানায় পুলিশ।

Exit mobile version