Site icon Jamuna Television

‘ভাস্কর্য নিয়ে হুমকিদাতাদের শাপলা চত্বরে লেজ গুটিয়ে পালানোর কথা মনে রাখা উচিত’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন তাদের শাপলা চত্বরে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার কথা মনে রাখা উচিৎ। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

শনিবার সকালে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪ তম মৃত্যুবার্ষিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক স্মরণসভায় মাহাবুবউল আলম হানিফ বলেন, স্বাধীন বাংলাদেশে ভাস্কর্য হবেই। যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

স্মরণসভায় প্রয়াত মেয়র হানিফের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার আদর্শ রাজনীতির দিকনির্দেশক বলে জানান বক্তারা।

Exit mobile version