Site icon Jamuna Television

মুজিববর্ষ উপলক্ষে মধুমতি নদীতে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ।

সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং নৌবাহিনীর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৪ জন সাঁতারু এতে অংশ নেন।

১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতারে মেয়েদের ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছেন সেনাবাহিনীর নাইমা আক্তার। ছেলেদের মধ্যে প্রথম হন সেনাবাহিনীরই ফয়সাল আহমেদ।

শেখ মনি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

ইউএইচ/

Exit mobile version