Site icon Jamuna Television

বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার দিলেন শ্বাশুড়ি (ভিডিও)

বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার দিলেন শাশুড়ি

মেয়ের বিয়েতে জামাইকে কত কিছুই তো দেয় মানুষ। সেসব ‘কমন’ পথে না হেঁটে পাকিস্তানের এক নারী তার মেয়ের বিয়েতে একে-৪৭ রাইফেল উপহার দিয়েছেন!

এমন একটি ভিডিও সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে। আদিল আহসান নামের এক ব্যবহারকারী ২৫ নভেম্বর ভিডিওটি পোস্ট করেন। আদিল পাকিস্তানের করাচিতে থাকেন। টুইটারে নিজেকে তিনি সামা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।

জামাইকে একে-৪৭ উপহারের সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওর শুরুতে দেখা গেছে, শ্বাশুড়ি জামাইয়ের মাথা ধরে দোয়া করছেন। পরে আরেকজনকে অস্ত্রটি এনে দিতে বলে, পরে নিজে সেটি হাতে তুলে দেন। এসময় অতিথিরা চিৎকারে ফেটে পড়েন। বিষয়টি সবার কাছে গর্বের, এমন একটা উচ্ছ্বাস ভেসে আসে চারদিক থেকে।

Exit mobile version