Site icon Jamuna Television

খুলনাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

অধিনায়ক হিসেবে মিঠুন যে বেশ পরিণত তার প্রমাণই হয়তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট অথবা বল করার সিদ্ধান্ত নেয়াটা বেশ গুরুত্বপূর্ণ। সেই গুরু দায়িত্ব ভালোভাবেই পালন করলেন মিঠুন। ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে খুলনার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে গাজীগ্রুপ চট্টগ্রাম।

বোলারদের চোখ ধাঁধানো পারফরমেন্সের পর ব্যাট হাতে নিজেদের দায়িত্ব ঠিক ঠাক পালন করেছেন দলের ব্যাটসম্যানরা।

লিটন দাসের দায়িত্ববান ব্যাটিং চট্টগ্রামের জয়ের পথকে করেছে আরও সহজ। ৯টি চার দিয়ে সাজানো ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। সৌম্য সরকার করেছেন ২৬ রান আর মমিনুল হক করেন অপরাজিত ৫ রান। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। মাত্র ৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান।

এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম বল থেকেই খুলনার ব্যাটসম্যানদের চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। দলীয় ২৫ রানেই দুই ওপেনার সাকিব আল হাসান ও আনামুল বিজয়কে হারিয়ে চাপে পড়ে খুলনা। আনামুল রান আউট হলেও সাকিবকে মোসাদ্দেক সৈকতের তালুবন্দি হতে বাধ্য করেন নাহিদুল ইসলাম।

এরপর নাহিদুল শিকার করেন রিয়াদের উইকেট। ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ক্যাপ্টেন। দলের রান তখন ৩ উইকেটে মাত্র ২৭।

এরপর ইমরুল কায়েস কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও প্রতিপক্ষের স্পিনার তাইজুলের থাবায় থামতে বাধ্য হন কায়েসের ব্যাট। প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত ২১ রানে। এর পরের কাজটা করেন টাইগার ক্রিকেটের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে মাত্র ৮৬ রানেই থামিয়ে দেয় খুলনার ইনিংস। চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন নাহিদুল ও স্পিনার তাইজুল।

ইউএইচ/

Exit mobile version